ভারতে অনুমোদন পেল অক্সফোর্ডের ভ্যাকসিন
logo
ঢাকা, বুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে অনুমোদন পেল অক্সফোর্ডের ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক বিবর্তন
জানুয়ারি ২, ২০২১ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

অবশেষে অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারত। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১ জানুয়ারি) অক্সফোর্ডের তৈরি করোনার ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও ভারতে আগে থেকেই এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।

তবে বহু যাচাই বাছাই ও পর্যবেক্ষণের পর ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে অক্সফোর্ডের ভ্যাকসিনের চূড়ান্ত ছাড়পত্র দেয়া হয়েছে।

আনন্দবাজার আরও জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় তৈরি কোভিশিল্ড ভারতে তৈরি করছে সেরাম ইনস্টিটিউট। ভারত বায়োটেক আইসিএমআর এর সঙ্গে যৌথভাবে তৈরি করছে কোভ্যাক্সিন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।