ভ্যাকসিন নিতে দুবাই গেলেন ঢালিউড অভিনেত্রী অধরা খান
logo
ঢাকা, মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভ্যাকসিন নিতে দুবাই গেলেন ঢালিউড অভিনেত্রী অধরা খান

বিনোদন ডেস্ক | দৈনিক বিবর্তন
মার্চ ২৩, ২০২১ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

অনেক আগেই ভারতের সেরাম ইনস্টিটিউটের করোনার ভ্যাকসিন বাংলাদেশে আনা হয়েছে। ইতোমধ্যে অসংখ্য মানুষ এ ভ্যাকসিনের প্রথম ডোজ দিয়েছেন। এই ভ্যাকসিন নিয়েছেন ববিতা, আনোয়ারা, সুবর্ণা মুস্তাফা, জেমস, আসিফ আকবর, তাহসানসহ শোবিজের নানা অঙ্গনের তারকারা।

তাদের মতো ভ্যাকসিন নিয়েছেন ঢালিউডের গ্লামারাস চিত্রনায়িকা অধরা খানও।

তবে দেশে নয়, ভ্যাকসিন নিতে দুবাই পাড়ি জমালেন এই চিত্রনায়িকা।

বাংলাদেশে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন এখনও আসেনি। আর ফাইজারের ভ্যাকসিন নিতে সংযুক্ত আরব আমিরাতে গেলেন অধরা।

সেখানে গিয়েই গেল ২১ মার্চ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন অধরা।

শুধু কি ফাইজারের ভ্যাকসিন নেওয়া উদ্দেশ্যেই এতো দূর দেশে গেলেন অধরা?

এ বিষয়ে জানা গেছে, ঢাকাই ছবির হালের আলোচিত অভিনেত্রী অধরা সংযুক্ত আরব আমিরাতে বাসিন্দা (বসবাসের অনুমতি প্রাপ্ত)। বাসিন্দা হওয়ার শর্ত পূরণের একটি অংশ হলো নির্দিষ্ট মেয়াদে দেশটিতে গিয়ে থাকতে হবে। সেই কারণে কিছুদিন আগে দুবাই গেছেন তিনি। সেখানে গিয়েই ভ্যাকসিন নেন।

ফাইজারের ভ্যাকসিন নেওয়া প্রসঙ্গে অধরা বলেন, এখানে সব ধরনের ভ্যাকসিন নেওয়ার সুযোগ রয়েছে। আমি ফাইজারের ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিন বা ইঞ্জেকশন গ্রহণের ভীতি আমার কখনোই ছিল না।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।