অবশেষে ৫ মাসের শিশু রিভা ফিরলো মায়ের কোলে
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে ৫ মাসের শিশু রিভা ফিরলো মায়ের কোলে

স্টাফ রিপোর্টার | দৈনিক বিবর্তন.কম
অক্টোবর ২৯, ২০২০ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে পাঁচ মাস বয়সী শিশু রিভা মণিকে অপহরণের দু’দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারী স্বামী – স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর থানার দেওহাটা গ্রামে কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল মামুন ও শ্রীপুর থানার (ওসি) খোন্দকার ইমাম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সালামের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন।
পরে রিভামণি’কে তার মায়ের কুলে ফিরিয়ে দেন।

এসময় অপহরণকারী সোনালী আক্তার (২৩) ও তার স্বামী হৃদয় মাহমুদ (৩১) কে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ, গত মঙ্গলবার দুপুরে শিশুটির মা লাইজু বেগম অপর ভাড়াটিয়া সোনালী আক্তারের কাছে দিয়ে গোসল করতে যান। এই সুযোগে শিশু রিভা মণিকে নিয়ে পালিয়ে যায় অপর ভাড়াটিয়া দম্পতি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।