করোনার টিকা নিলেন অভিনেত্রী নওশীন
logo
ঢাকা, মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার টিকা নিলেন অভিনেত্রী নওশীন

বিনোদন ডেস্ক | দৈনিক বিবর্তন
জানুয়ারি ৭, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ক্যারিয়ার শুরু করেছিলেন আরজে হিসেবে। এরপর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী হিসেবে। বলছি এক সময়ের ব্যস্ত তারকা নওশীন নাহরিন মৌয়ের কথা। সবাই তাকে নওশীন নামেই চেনেন। স্বামী অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও সন্তান নিয়ে বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানকারই বাসিন্দা তিনি।

আমেরিকাবাসী হিসেবে নিয়মিতই ভোগ করেন উন্নত বিশ্বের নাগরিকদের সুবিধা। করোনার টিকা গ্রহণেও থাকলেন এগিয়ে। সম্প্রতি তিনি নিয়েছেন করোনার টিকা। যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় ওই টিকা পেয়ে গেছেন তিনি।

বিষয়টি নওশীন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন। তিনি টিকা গ্রহণের কার্ডের একটি ছবি
পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ।’

প্রথম ডোজ নেওয়ার পর এখনো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন তিনি।

এদিকে পোস্ট করা ছবির কার্ড থেকে জানা যায়, ৫ জানুয়ারি ফাইজার-বায়োএনটের টিকার প্রথম ডোজ নিয়েছেন নওশিন। আরও একটি ডোজ তাকে নিতে হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।