জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ১৮ ডিসেম্বর
logo
ঢাকা, বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ১৮ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ৮, ২০২০ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবছর ১৮ ডিসেম্বরকে ‘জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিবছর ১৮ ডিসেম্বরকে ‘জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ঘোষণার প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১৭৩টি দেশে এক কোটি ২০ লাখ অভিবাসী আছেন।

তিনি আরও জানান, দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রের ‘গ’ ক্রমিকে অন্তর্র্ভূক্তিকরণের অনুমোদন পেয়েছে। যেহেতু এটা আন্তর্জাতিকভাবে আইওএম’র তত্ত্বাবধানে পালন করা হয়, সেহেতু এখানে এটা ‘গ’ শ্রেণির দিবস হিসেবে পালনের জন্য গ্রহণ করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।