আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন নায়িকা মাহি
logo
ঢাকা, সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন নায়িকা মাহি

বিনোদন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৩ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থী হতে চান।

মনোনয়ন ফরম কেনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহি নিজেই নিশ্চিত করেছেন। শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে নিজের ফেসবুকে এক পোস্টে এই কথা জানিয়েছেন অভিনেত্রী মাহি।

মাহি লেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলাম। ইনশাআল্লাহ আগামী ২০ নভেম্বর দুপুর ৩টায় মনোনয়নপত্র গিয়ে জমা দেব।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।