আগেভাগেই ঈদের কেনাকাটা, নিউমার্কেট জনসমুদ্র
logo
ঢাকা, শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আগেভাগেই ঈদের কেনাকাটা, নিউমার্কেট জনসমুদ্র

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৬, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

আগেভাগেই ঈদের কেনাকাটা করতে রাজধানীর নিউমার্কেট এলাকায় ভিড় করছে মানুষ। প্রতি বছর রমজানের শেষ দিকে ক্রেতা বেশি দেখা গেলেও এবার শুরু থেকেই মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তীব্র গরম আর রোজার ক্লান্তি উপেক্ষা করে ঈদের কেনাকাটা করতে সকাল থেকে রাত পর্যন্ত নানা বয়সী ক্রেতাদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। শনিবার (১৬ এপ্রিল) নিউমার্কেট ও আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, চন্দ্রিমা সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, নূর ম্যানশন মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, নুরজাহান সুপার মার্কেট, গ্লোব শপিং সেন্টারের পাঞ্জাবি, শাড়ি, থ্রি পিস, শার্ট, টি-শার্ট, প্যান্ট, কসমেটিকসসহ সবগুলো দোকানেই ক্রেতাদের ভিড়। সকালের তুলনায় দুপুরের পর মানুষের উপস্থিতি ছিল বেশি। অতিরিক্ত মানুষের চাপে মিরপুর রোডের উভয় পাশেই তৈরি হয় যানজট। সবচেয়ে বেশি ভিড় দেখা যায় ধানমন্ডি হকার্স মার্কেটের নিচতলা ও দোতলার বিভিন্ন শাড়ির দোকান আর ঢাকা নিউ সুপার মার্কেটের দোতলার পাঞ্জাবি দোকানগুলোতে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।