কক্সবাজার সদরের ঈদগাঁওতে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা ১৮ মার্চ অনুষ্টিত হতে যাচ্ছে।
পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় দ্বিতীয় বারের মত আন্ত র্জাতিক ক্বেরাত সম্মেলন হচ্ছে। এতে দুই দেশের তিনজন ও দেশীয় পাঁছজন ক্বারী অংশ নিচ্ছেন ক্বেরাত সম্মেলনে।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর থেকে শুরু হতে যাচ্ছে এই ক্বেরাত সম্মেলন। সভাপতিত্ব করবেন, আল্লামা শায়খ মোকতার আহমদ।
ঈদগাঁওতে এই ক্বেরাত সম্মেলনে আমন্ত্রিত আন্তর্জাতিক ক্বারীগণের মধ্যে রয়েছেন,মিশর থেকে আগত শায়খ ক্বারী আহমদ আবদুল হাফিজ,তানজানিয়া থেকে আগত শায়খ ক্বারী রেজা আইয়ুব,ক্বারী ঈদি শা’বান।
এছাড়াও দেশের আন্তর্জাতিকমানের ক্বারীগণের মধ্যে থাকবেন,পটিয়া ক্বারী আহমদুল হক, চট্রগ্রামের ক্বারী মো: ইসহাক, কক্সবাজারের ক্বারী শফিউল্লাহ কাসেমী,চট্রগ্রাম ক্বারী মফিজুল হক, ঢাকার ক্বারী জসিম উদ্দিন কাসেমী।
মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থার সভাপতি হাফেজ মোহাম্মদ তৈয়ব এবং কক্সবাজারের সভাপতি ক্বারী জহিরুল হক।
বিশেষ আকর্ষন হিসেবে থাকবেন, ঢাকার জাগ্রত কবি মাওলানা মুহিব খান, কক্সবাজারের মাওলানা শাহেদুর রহমান শাহীন। ক্বেরাত সম্মেলন সফল ও স্বার্থকে পুরো বাজার জুড়ে তোরন-ব্যানারে ছেয়ে গেছে।
সংগঠনের দায়িত্বশীল মাওলানা এমদাদ উল্লাহ জাফর ও আমীন রশিদ জানান, এই ক্বেরাত সম্মেলনের মাধ্যমে
কোরআনের সুমধুর আওয়াজ সবখানে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। ক্বেরাত সম্মেলনে ঈদগাঁও হবে কোরআনের আলোয় আলোকিত।