আমরা আগেও চুমু খেয়েছি: জয়া আহসান
logo
ঢাকা, সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আমরা আগেও চুমু খেয়েছি: জয়া আহসান

বিনোদন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘দশম অবতার’ নিয়ে চলছে তুলকালাম। কয়েকদিন আগে প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেইলার। ট্রেইলারটি ব্যাপক সাড়া ফেললেও আলোচনায় ছিল জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্যের চুম্বনের দৃশ্য। আলোচিত সেই দৃশ্য নিয়ে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন জয়া ও অনির্বাণ।

‘দশম অবতার’ সিনেমাটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
চুম্বনের দৃশ্য নিয়ে জয়া বলেন, এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা তো আগেও চুমু খেয়েছি। ইনফ্যাক্ট আমার আর ওর প্রথম দৃশ্যই ছিল চুমুর।

অপরদিকে অনির্বাণ বলেন, ঈগলের চোখ’ সিনেমায় প্রথম শটই ছিল চুমু খাওয়ার। জয়া বলেন, আমি বসে আছি ঈগলের চোখ-এর শুটিংয়ে, হঠাৎ একটা নতুন ছেলে (সেটা ছিল অনির্বাণের প্রথম সিনেমা) এসে চুমু খেয়ে গেল।

‘ঈগলের চোখ’ ছাড়াও জয়া আহসান ও অনির্বাণকে এর আগে ‘এক যে ছিল রাজা’ সিনেমায় দেখা গেছে। সেই সিনেমায় মাত্র একটি দৃশ্যে দেখা গিয়েছিল। এরপর ‘পাঁচফোড়ন’-এ দেখা গেছে তাদের।

এদিকে, ‘দশম অবতার’ সিনেমা জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও আরও অভিনয় করেছেন প্রসেনজিৎ, রূপম ইসলাম, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।