আমার ছেলে সমকামি হলে কষে থাপ্পড় মারতাম: রাকুল
logo
ঢাকা, মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আমার ছেলে সমকামি হলে কষে থাপ্পড় মারতাম: রাকুল

বিনোদন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২২ ৮:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বলিউড তারকারা সাধারণত সমকামিতাকে সমর্থন করেন। কেউ যদি এর বিরুদ্ধে কথা বলেন, তাহলে প্রতিবাদে সোচ্চার হন। তবে জনপ্রিয় নায়িকা রাকুল প্রীত সিং জানালেন, তার ছেলে সমকামি হলে কষে থাপ্পড় মারবেন।

রাকুল ২০১১ সালে রাকুল ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় নাম লেখান। সেখানে একটি পর্বে প্রতিযোগীদের বিভিন্ন কঠিন প্রশ্ন করা হচ্ছিল। সেসময় প্রশ্নকর্তা বলেন, ‘খুব সহজ প্রশ্ন করছি না। যদি আপনি জানতে পারেন যে আপনার ছেলে সমকামি, আপনার প্রতিক্রিয়া কী হতো?

উত্তরে রাকুল বলেছিলেন, ‘যদি জানতে পারতাম আমার ছেলে সমকামি, প্রথমেই তাকে থাপ্পড় মারতাম। কিন্তু তার ধীরে ধীরে বোঝার চেষ্টা করতাম তাকে। সে যদি সমকামি হওয়াকেই বেছে নেয় এবং সেভাবেই জীবনে এগিয়ে যেতে চায়, তাহলে মেনে নেব। কিন্তু যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি নিজে সমকামি না হওয়াকেই বেছে নেব।’

এই ভিডিও এতদিন পর এখন নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে। তার মুখে এমন একটি মন্তব্যে ক্ষুব্ধ নেটিজেনরা। এমনকি সেই সময়ে সামনে বসে থাকা বলিউড অভিনেতারাও বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন রাকুলের উত্তর শুনে।

রাকুলের মুখে এমন কথা শুনে তাকে ‘হোমোফোবিক’ বলে সমালোচনা করা শুরু হয়। কেউ লেখেন, ‘কেউ নিজের যৌন পরিচয় বেছে নেয় না, এটা স্বাভাবিক জিনিস।’

কেউ হতবাক রাকুলের মুখে এই মন্তব্য শুনে। উল্টোদিকে কারও আবার বক্তব্য, ‘রাকুল আসলে অত্যন্ত বাস্তববাদী। বাবা-মায়েরা নিজেদের সন্তানদের ক্ষেত্রে এমন তথ্য পেলে ঠিক যেভাবে প্রতিক্রিয়া দেবে, রাকুলও তাই দিয়েছেন। শেষে তো বলেইছেন যে তিনি নিজের সন্তানকে মেনে নেবেন।’

মোদ্দাকথা, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে নেট দুনিয়া। যদিও প্রকাশিত ভিডিওটি নিয়ে এখনও মুখ খোলেননি রাকুল। ধারণা করা হচ্ছে, বিষয়টি নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি হলে এটা নিয়ে মুখ খুলতে পারেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।