logo
ঢাকাশনিবার , ৬ নভেম্বর ২০২১

আলোচিত পরীমনি হঠাৎ কলকাতায়

বিনোদন ডেস্ক
নভেম্বর ৬, ২০২১ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

ভারতে পরীমনি। বাংলাদেশ থেকে সোজা কলকাতার পাঁচ তারা হোটেলে তিনি। একসঙ্গে ৯টি ছবি দিয়ে তার এই হাওয়াবদলের বার্তা দিলেন অনুরাগীদের।

ঠিক একদিন আগে, বুধবার (৩ নভেম্বর) বাংলাদেশের একটি অনুষ্ঠানের ছবি দিয়েছিলেন পরীমনি। তারপর কলকাতার ছবি পরীর ফেসবুকে।

হলুদ এবং কালো রং মেশানো পোশাকে একাধিক ছবি তুলেছেন পরীমনি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি তুলেছেন। তার সঙ্গে আরও এক ব্যক্তিকে দেখা গেছে। যদিও তার পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। ছবিগুলোর ওপর লেখা—হ্যাপি ল্যান্ডিং। অর্থাৎ ভালোভাবে নেমে পড়েছি। পাশে হ্যাশট্যাগে লেখা—কলকাতা ২০২১।

কলকাতায় কি কোনো কাজে গেছেন পরীমনি? নায়িকা কলকাতা সফরের কোনো কারণ জানাননি। কিন্তু জানা গেছে, চিকিৎসা করাতে কলকাতায় এসেছেন তিনি।

জুন মাস থেকে পরীমনির জীবন তোলপাড়। প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ তোলেন তিনি। তারপর মাদক মামলায় নিজেই গ্রেপ্তার হন। জামিনে মুক্তি পাওয়ার পর ফেসবুকে অভিনেত্রীর একের পর এক বার্তা বারবার তাকে আলোচনায় নিয়ে আসে। সূত্র : আনন্দবাজার

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।