তালতলীতে আর্থিক ব্যাবস্থাপনা বিষয়ে ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ
logo
ঢাকা, শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তালতলীতে আর্থিক ব্যাবস্থাপনা বিষয়ে ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ

মাহমুদুল হাসান, বরগুনা প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২০ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে লজিক প্রকল্প কর্তৃক পিবিসিআরজি সিআরএফ আর্থিক ব্যাবস্থাপনা বিষয়ে ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে এ প্রশিক্ষণের আয়োজনের করে ‘লজিক প্রকল্প (লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ)।

ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী সভাপত্বিতে প্রশিক্ষণে অংশ নেয় ইউনিয়ন পরিষদ,সুশিল সমাজ ও স্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের ৩৫ জন সদস্য। প্রশিক্ষণে অংশ নেয়া এ সকল প্রতিনিধি লজিক প্রকল্পের সদস্য।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
ডিস্ট্রিক্ট ক্লাইমেন্ট ফাইনান্স কো-অর্ডিনেটর সোহেলী চাকমা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক অফিসার সারাহ্ সুলতানা, উপ-সহকারী কৃষি অফিসার ফয়সাল আহমেদ, উপ-সহকারী প্রানী সম্পাদ কর্মকর্তা সঞ্জয় কুমার,ইউপি সচিব জাকির হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম,গোলাম মোস্তফা ও।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।