ইসরায়েলি হামলায় জাতিসংঘের ১১ কর্মী ৩০ স্কুল শিক্ষার্থী নিহত
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় জাতিসংঘের ১১ কর্মী ৩০ স্কুল শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পাশবিক হামলায় জাতিসংঘের ১১ কর্মী এবং জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নেওয়া ৩০ শিক্ষার্থী নির্মমভাবে নিহত হয়েছেন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিচ নিউইয়র্কে সাংবাদিকদের বলেছেন, “গত শনিবার থেকে এ পর্যন্ত জাতিসংঘের ১১ কর্মী নিহত হয়েছেন।” তিনি আরও জানান, “জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে ৩০ শিক্ষার্থী নিহত এবং আরো আটজন আহত হয়েছে।”

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা ইউএনআরডাব্লিউএ-এর উপ পরিচালক জেনিফার অস্টিন বলেছেন, তাদের নিহত কর্মীদের মধ্যে পাঁচজন শিক্ষক, একজন গাইনোকলজিস্ট, একজন প্রকৌশলি, একজন কাউন্সেলর ও তিনজন সহকারী রয়েছেন।

অস্টিন বলেন, “ইউএনআরডব্লিউএ এই প্রাণহানির জন্য শোক প্রকাশ করছে এবং আমাদের সহকর্মী ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।” তিনি আরও বলেন, “সংঘর্ষে সব সময় জাতিসংঘের কর্মী ও বেসামরিক নাগরিকদের রক্ষা করতে হবে। আরও বেসামরিক নাগরিকের প্রাণহানি এড়াতে আমরা যুদ্ধ শেষ করার আহ্বান জানাই।”

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বেসামরিক নাগরিকদের সুরক্ষিত রাখার এবং আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।  বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি বলেছেন, প্রায় দুই লাখ ২০ হাজার ফিলিস্তিনি এখন গাজাজুড়ে জাতিসংঘের পক্ষ থেকে স্থাপিত ৯২টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। গুতেরেস বলেন, জাতিসংঘের আশ্রয়কেন্দ্র, হাসপাতাল, ক্লিনিক এবং স্কুলগুলোকে কখনও হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়।

সূত্র : আল-জাজিরা, এএফপি

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।