দেশের ৬ জেলায় ই-পাসপোর্ট সেবা চালু
logo
ঢাকা, সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের ৬ জেলায় ই-পাসপোর্ট সেবা চালু

নিজস্ব প্রতিবেদক | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ২৫, ২০২০ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের ৬টি জেলায় একযোগে চালু হয়েছে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট কার্যক্রম। জেলাগুলো হলো- চাঁদপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে পাসপোর্ট প্রত্যাশীরা নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন। এরই মধ্যে প্রয়োজনীয় মেশিন, মালামাল ও সফটওয়্যার স্থাপনের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে।

জানা গেছে, ই-পাসপোর্ট বিভিন্ন ক্যাটাগরির হবে। ৫ বছর ও ১০ বছর মেয়াদি এসব পাসপোর্টের বিভিন্ন ধরনের পৃষ্ঠার জন্য ভিন্ন ভিন্ন ফি নির্ধারণ করা হয়েছে। ই-পাসপোর্টের জন্য অন্যান্য কাগজপত্রের পাশাপাশি ফিঙ্গার প্রিন্ট ও আইরিশ (চোখের মণি শনাক্তকরণ) গ্রহণ করা হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।