উন্মুক্ত হলো ঐশীর ‘মন নদী’
logo
ঢাকা, সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উন্মুক্ত হলো ঐশীর ‘মন নদী’

বিনোদন ডেস্ক
আগস্ট ২৩, ২০২১ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন ফাতিমা তুয যাহরা ঐশী। এরপর থেকে দিন যত গেছে এই অঙ্গনে ততই নিজের জায়গা পোক্ত করেছেন নোয়াখালীর এই কন্যা। এরইমধ্যে সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

ঐশী এবার হাজির হয়েছেন নতুন গান নিয়ে। তার এবারের গানের শিরোনাম ‘মন নদী’। গত ১৯ আগস্ট  বিকেলে এমআর বেস্ট মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়েছে।

‘কি তরী ভাসাইলি রে/ আমার মন নদীতে/ সুখের বৈঠা ছাড়া চলে না/ হাওয়া বয় উল্টো হাওয়া বৈঠাও নাই সাথে/ ভুল করিলো মন পাগলে / আসল নকল চিনল না/ তরী চলে না-এমন কথার গানটি লিখেছেন আব্দুল আওয়াল রিয়াজ। সুর করেছেন জিয়াউদ্দিন আলম ও সংগীতায়োজনে কাউসার খান।

 

ঐশী বলেন, ‘গানটির কথা, সুর ও সংগীতায়োজন অনেকটা ভিন্নধর্মী। গাইতে আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।’

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।