একদিনে আরও ২২ জনের মৃত্যু
logo
ঢাকা, মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে আরও ২২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ৩০, ২০২০ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাড়াল ৭ হাজার ৫৩১ জন।

বুধবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ২৩৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৭ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়াল ৪ লাখ ৫৬ হাজার ৭০ জন।

প্রসঙ্গত, দেশে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে লাশের সারি। এর আগে চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।