বরিশালে বাসচাপায় সাবেক এনএসআই কর্মকর্তা নিহত
logo
ঢাকা, সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বাসচাপায় সাবেক এনএসআই কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক | দৈনিক বিবর্তন
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে বাসচাপায় মোবারক হোসেন হাওলাদার (৭০) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানা পুলিশের ওসি মো. জাহিদ বিন আলম জানান, মো. মোবারক হোসেন মোটরসাইকেলে বরিশাল নগরী থেকে বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকায় তার নিজ বাড়িতে ফিরছিলেন। দুপুর ১২টার দিকে তিনি সাত মাইল এলাকার ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকা অতিক্রমকালে নথুল্লাবাদ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোবারক হোসেন পড়ে গিয়ে বাসের চাকার নিচে চলে যান। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়দের বাধায় রহমতপুর ব্রিজ এলাকায় বাসটি রেখে পালিয়ে যায় এর চালক ও হেলপার। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।