এমপিও আপিল কমিটির সভার তারিখ পেছাল
logo
ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এমপিও আপিল কমিটির সভার তারিখ পেছাল

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২২ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও আপিল কমিটির সভার তারিখ পিছিয়েছে। আগামী রোববার (৩০ অক্টোবর) সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি পরিবর্তন করে মঙ্গলবার (১ নভেম্বর) নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসিচব সোনা মনি চাকমা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ২০ অনুচ্ছেদ অনুযায়ী এমপিও আপিল কমিটির সভা মাধ্যমিক-২ শাখার অতিরিক্ত সচিব আ ন ম আল ফিরোজ এর সভাপতিত্বে আগামী রোববার বেলা ১১টার পরিবর্তে ১ নভেম্বর বেলা ১১টায় বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) অনুষ্ঠিত হবে।

কমিটির সব সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।