এ‍্যাকশন ক্লাইমেট ফাইন্ডেশন একটি জলবায়ু পরিবর্তন কারী সংগঠন
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এ‍্যাকশন ক্লাইমেট ফাইন্ডেশন একটি জলবায়ু পরিবর্তন কারী সংগঠন

অনলাইন ডেস্ক
জুলাই ২৩, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকার বাউনিয়াস্থ একটি পরিবেশ বাদী ও সমাজসেবামুলক সংগঠন এ‍্যাকশন ক্লাইমেট ফাইন্ডেশন।২০২০ সালের ১৬ ডিসেম্বর থেকে কাজ করছে জলবায়ু পরিবর্তন নিয়ে, যেটা এস ডিজি ১৩। তাদের প্রজেক্ট ‘ Plant Your Own Oxygen’ নিয়ে ইতিমধ্যে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুল কলেজে ৪ হাজার গাছ রোপন করেছে। এছাড়া কাজ করেছে একবার ব‍্যাবহার প্লাস্টিক বর্জন করার জন‍্য যার অংশ হিসেবে সচেতনতা বৃদ্ধির লক্ষ‍্যে প‍্যানা পোষ্টার সচেতনতা সভা ও গনসংযোগ করেছে। সারাদেশের স্থানীয় বিভিন্ন সংগঠনের সাথে যৌথ Tree Plantation & Awareness প্রোগ্রাম সহ শীত কালীন কম্বল বিতরন। এছাড়া সিলেটে বন‍্যাকবলিত মানুষদের জন‍্য ব‍্যাপক ত্রান বিতরন কার্যক্রম করেন। বর্তমানে বৃক্ষ রোপন প্রজেক্ট করেছে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় ও স্কুলে।

পরিবেশবিজ্ঞানীদের মতে, বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনের জন্য দায়ী চীন ও যুক্তরাষ্ট্র, যা মোট কার্বন নির্গমনের প্রায় ৫০ শতাংশ। এর পরেই রয়েছে রাশিয়া, ভারত, জার্মানি, ব্রাজিল ও অন্যান্য শিল্পোন্নত দেশ। জনসংখ্যার বিচারে সবচেয়ে বেশি কার্বন নির্গমন করছে অস্ট্রেলিয়া। সে তুলনায় বাংলাদেশে কার্বন নির্গমনের হার অত্যন্ত কম, শতকরা প্রায় শূন্য দশমিক ২ ভাগ মাত্র।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।