ওয়ারিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
logo
ঢাকা, মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ারিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২১ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ওয়ারীর টিকাটুলিতে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিহাদুল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে ধর্ষণের শিকার ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়।

ধর্ষণের শিকার কিশোরীর বাবা জানান, আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে জিহাদুল আমার মেয়েকে ধর্ষণ করে। পরে বিষয়টি ও মাকে জানায়। পরে আজ সকালে থানায় অভিযোগ করলে অভিযুক্ত জিহাদুলকে আটক করে পুলিশ। মেয়ের শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি।

বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ ঢাকা পোস্টকে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জিহাদুলকে আমরা আটক করি। ধর্ষণের শিকার ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।