কমেছে শনাক্ত, একদিনে শতাধিক মৃত্যুর রেকর্ড
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কমেছে শনাক্ত, একদিনে শতাধিক মৃত্যুর রেকর্ড

নিউজ ডেস্ক | দৈনিক বিবর্তন
এপ্রিল ১৬, ২০২১ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত ২৪ ঘন্টায় আরও ৫ হাজার ৬৯৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়াল ৬ লাখ ২ হাজার ৯০৮ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে করোনায় শনাক্তের হারও কমেছে।

এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। যা দেশে করোনা সংক্রমণের পর থেকে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০ হাজার ১৮২ জন।

শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৪১৭ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।