logo
ঢাকারবিবার , ২৭ ডিসেম্বর ২০২০
 1. অর্থনীতি-ব্যবসা
 2. আইন ও আদালত
 3. আন্তর্জাতিক
 4. আবহাওয়া
 5. করোনা
 6. ক্যাম্পাস
 7. ক্রয় বিক্রয়
 8. খেলা
 9. গ্রামবাংলা
 10. চাকরি চাই
 11. জাতীয়
 12. জীববৈচিত্র
 13. তথ্যপ্রযুক্তি
 14. ধর্ম
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আরও ধনী হয়েছেন যারা

নিউজ ডেস্ক | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ২৭, ২০২০ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

মহামারি করোনাভাইরাসে ২০২০ সাল প্রায় পুরোটাই স্থবির হয়ে যায়। মুখ থুবড়ে পড়ে বিশ্ব অর্থনীতি। দেশে দেশে লকডাউনের কারণ দীর্ঘদিন বন্ধ ছিল ব্যবসা-বাণিজ্য। বহু ক্ষুদ্র ও মাঝারি শিল্প চিরতরে বন্ধ হয়েছে। ভারী শিল্পেও প্রভাব পড়েছে। এতকিছুর পরেও কিছু শিল্পপতি আরও ধনী হয়েছেন। করোনাকালে বেড়েছে তাদের সম্পদের পরিমাণ।

জেফ বেজস (‌অ্যামাজন কর্তা)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে সাত হাজার ৪০০ কোটি ডলার।

মার্ক জুকারবার্গ (‌ফেসবুক সিইও)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে চার হাজার ৩২০ কোটি ডলার।

বিল গেটস (‌বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন–এর সহপ্রতিষ্ঠাতা)‌:‌ ওই একই সময়ে সম্পত্তির পরিমাণ বেড়েছে দুই‌ হাজার ২১০ কোটি ডলার।

ওয়ারেন বাফে (‌বহুজাতিক সংস্থা বার্কশায়ার হ্যাথওয়ের সিইও)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে ১৭০০ কোটি ডলার।

ল্যারি এলিসন (‌ওরাক্‌ল–এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে দুই‌ হাজার ৮৭০ কোটি ডলার।

ইলোন মাস্ক (‌টেসলা–র সিইও)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে ১১ হাজার ৮২০ কোটি ডলার।

মুকেশ আম্বানি (‌রিলায়েন্স ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান)‌‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে তিন হাজার ৭৬০ কোটি টাকা।

গৌতম আদানি (‌আদানি গোষ্ঠীর চেয়ারম্যান)‌:‌ ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে এক হাজার ৮৯০ কোটি ডলার।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
%d bloggers like this: