মহামারি করোনাভাইরাসে ২০২০ সাল প্রায় পুরোটাই স্থবির হয়ে যায়। মুখ থুবড়ে পড়ে বিশ্ব অর্থনীতি। দেশে দেশে লকডাউনের কারণ দীর্ঘদিন বন্ধ ছিল ব্যবসা-বাণিজ্য। বহু ক্ষুদ্র ও মাঝারি শিল্প চিরতরে বন্ধ হয়েছে। ভারী শিল্পেও প্রভাব পড়েছে। এতকিছুর পরেও কিছু শিল্পপতি আরও ধনী হয়েছেন। করোনাকালে বেড়েছে তাদের সম্পদের পরিমাণ।
জেফ বেজস (অ্যামাজন কর্তা): ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে সাত হাজার ৪০০ কোটি ডলার।
মার্ক জুকারবার্গ (ফেসবুক সিইও): ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে চার হাজার ৩২০ কোটি ডলার।
বিল গেটস (বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন–এর সহপ্রতিষ্ঠাতা): ওই একই সময়ে সম্পত্তির পরিমাণ বেড়েছে দুই হাজার ২১০ কোটি ডলার।
ওয়ারেন বাফে (বহুজাতিক সংস্থা বার্কশায়ার হ্যাথওয়ের সিইও): ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে ১৭০০ কোটি ডলার।
ল্যারি এলিসন (ওরাক্ল–এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান): ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে দুই হাজার ৮৭০ কোটি ডলার।
ইলোন মাস্ক (টেসলা–র সিইও): ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে ১১ হাজার ৮২০ কোটি ডলার।
মুকেশ আম্বানি (রিলায়েন্স ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান): ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে তিন হাজার ৭৬০ কোটি টাকা।
গৌতম আদানি (আদানি গোষ্ঠীর চেয়ারম্যান): ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বরে সম্পত্তির পরিমাণ বেড়েছে এক হাজার ৮৯০ কোটি ডলার।