করোনায় আরও ২৪ মৃত্যু, শনাক্ত ১৫৪৫
logo
ঢাকা, মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আরও ২৪ মৃত্যু, শনাক্ত ১৫৪৫

স্টাফ রিপোর্টার | দৈনিক বিবর্তন.কম
অক্টোবর ২১, ২০২০ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জন মারা গেছেন। এ সময় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ হাজার ৮৬টি নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্ত শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টারসহ সারা দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৩১৩১ জন।

আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৩ জন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ ৮ হাজার ৮৪৫ জন।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১০ দশমিক ৯৭ শতাংশ ব্যক্তি আক্রান্ত হয়েছে। আক্রান্তের মধ্যে মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ২৪ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ৫ জন নারী।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।