করোনায় আরও ২৮ জনের মৃত্য, শনাক্ত ১৮৪৭
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আরও ২৮ জনের মৃত্য, শনাক্ত ১৮৪৭

বিবর্তন ডেস্ক
নভেম্বর ২১, ২০২০ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাড়াল ৬ হাজার ৩৫০ জন।

শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৮৪৭ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়াল ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন।

প্রসঙ্গত, দেশে শীতের আগমনের সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণ বেড়ে গেছে। সেই সঙ্গে বেড়ে গেছে প্রাণহানীর সংখ্যা। সামনের দিনগুলোতে শীতের প্রকোপ বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর হারও বেড়ে যেতে পারে। এর আগে চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।