করোনায় আরও ৭০ জনের মৃত্যু
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আরও ৭০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৫, ২০২১ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেখানে গতকাল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু এবং ১ হাজার ৭৪৩ জন রোগী শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে ২৮ আগস্ট ৬৩ দিনের মধ্যে প্রথম কোভিডে মৃত্যু ১০০-এর নিচে নামে। এর আগে সর্বশেষ ২৬ জুন এক দিনে ৭৭ জনের মৃত্যুর খবর জানানো হয়। এরপর টানা দৈনিক মৃত্যু ১০০-এর ওপর ছিল। এমনকি কোনো কোনো দিন মৃত্যু ২০০ ছাড়িয়ে গেছে। গত ১০ ও ৫ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭৯৭টি সক্রিয় ল্যাবে ২৫ হাজার ১৬৩টি নমুনা পরীক্ষা করলে ২ হাজার ৪৩০ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ।

গতকাল ২৪ ঘণ্টায় ৭৯৬টি সক্রিয় ল্যাবে ১৭ হাজার ৭৫০টি নমুনা পরীক্ষা করলে ১ হাজার ৭৪৩ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ছিল ৯ দশমিক ৮২ শতাংশ।

এই সময়ে বরাবরের মতো সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ৩১ জন কোভিড রোগী। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২০, রাজশাহীতে ৩, খুলনায় ৩, বরিশালে ২, সিলেটে ৬, রংপুরে ৪ জন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।

এক দিনে করোনায় মৃত ৭০ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৫০ জন, বেসরকারি হাসপাতালে ১৮ জন এবং বাসায় ২ জন কোভিড রোগী।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪০ আর নারী ৩০ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১–৯০ বছর বয়সী ২ জন, ৭১–৮০ বছর বয়সী ১২ জন, ৬১–৭০ বছর বয়সী ২৮ জন, ৫১–৬০ বছর বয়সী ১৪ জন, ৪১–৫০ বছর বয়সী ৭ জন, ৩১–৪০ জন বছর বয়সী ৪ জন এবং ২১-৩০ বছর বয়সী ৩ জন কোভিড রোগী এই সময়ে মারা গেছেন।।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৫ হাজার ৬০ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন। যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। আর মৃত্যু হয়েছে ২৬ হাজার ৫৬৩ জন করোনা রোগীর।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিডে আক্রান্ত রোগী শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।