logo
ঢাকাসোমবার , ২১ ডিসেম্বর ২০২০
 1. অর্থনীতি-ব্যবসা
 2. আইন ও আদালত
 3. আন্তর্জাতিক
 4. আবহাওয়া
 5. করোনা
 6. ক্যাম্পাস
 7. ক্রয় বিক্রয়
 8. খেলা
 9. গ্রামবাংলা
 10. চাকরি চাই
 11. জাতীয়
 12. জীববৈচিত্র
 13. তথ্যপ্রযুক্তি
 14. ধর্ম
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় একদিনে প্রাণ গেল আরও ৩২ জনের

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন
ডিসেম্বর ২১, ২০২০ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাড়াল ৭ হাজার ৩১২ জন। এর মধ্যদিয়ে দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেল।

সোমবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৪৭০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ২ হাজার ১৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ২ হাজার ১৬৭ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়াল ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন।

প্রসঙ্গত, দেশে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে লাশের সারি। এর আগে চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।