কালীগঞ্জে জীবিত নবজাতক উদ্ধার
logo
ঢাকা, মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে জীবিত নবজাতক উদ্ধার

আব্বাস আলী, ঝিনাইদহ
জুলাই ১২, ২০২১ ৮:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জের শিবনগর এলাকার একটি কবরস্থানের পাশ থেকে কন্যা নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার দুপুর ২ টার দিকে নবজাতককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ রোববার দুপুরে রেহেনা খাতুন নামে এক নারী কাশিপুর থেকে হেটে শিবনগর এলাকায় আসছিল। পথিমধ্যে শিবনগর এলাকার কালীগঞ্জের সাবেক এমপি আব্দুল মান্নানের পারিবারিক কবরস্থানের পাশে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। এ সময় তিনি নবজাতক পড়ে থাকতে দেখতে পান। এরপর শিবনগর এলাকায় দুলাভাই ফরিদ হোসেনের বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে নবজাতক  শিশুটি শিবনগর এলাকার রিমা খাতুনের জিম্মায় আছে।

কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান, নবজাতকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।