কালীগঞ্জে রাতে অগ্নিকান্ডে ৫ দোকানসহ মালামাল পুড়ে ছাই
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে রাতে অগ্নিকান্ডে ৫ দোকানসহ মালামাল পুড়ে ছাই

আব্বাস আলী | ঝিনাইদহ জেলা প্রতিনিধি
এপ্রিল ২, ২০২১ ৮:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালিগঞ্জের পল্লীতে আগুন লেগে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি পৌছানোর আগেই ঘটনাটি ঘটেছে। গত ভোরে উপজেলার দামোদরপুর বাজারে। বৈদ্যতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের সূত্রে জানাগেছে।

ক্ষতিগ্রস্থরা হলেন দামোদরপুর বাজারের সাইকেল পার্স ও মুদি দোকান মালিক নুর ইসলাম, মুদি মালামাল ব্যবসায়ী আব্দুল আজিজ, স্যালো পার্সের দোকান মালিক আব্দুস সালাম, সিমেন্ট ব্যবসায়ী বিপ্লব হোসেন, ও মুদি দোকান মালিক লাটিম হোসেন ।

কালীগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা মামুনুর রশিদ জানান, আগুনের খবর পেয়েই তারা ঘটনাস্থলে দিকে দ্রত রওনা দেন। কিন্ত বাজারটি স্টেশন এলাকা থেকে অনেক দুরে হওয়ায় তারা পৌছানোর আগেই অনেক মালামাল পুড়ে গেছে। বাকি আগুন গ্রামবাসীকে সাথে নিয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।