কাশ্মিরে ভারতীয় বাহিনীর অভিযান : নিহত ৪
logo
ঢাকা, শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কাশ্মিরে ভারতীয় বাহিনীর অভিযান : নিহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক বিবর্তন.কম
অক্টোবর ২১, ২০২০ ৬:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

গত কয়েকদিন ধরেই কাশ্মিরে ভারতীয় বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান চলছে। অভিযানকালে গত দু’দিনে ৪ কাশ্মিরি ভারতীয় সেনাদের গুলিতে নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ২ জন হলে পুলওয়ামার বাসিন্দা ও বাকি দুজন মেলহুরাতের। খবর আনন্দবাজারের।

ভারতীয় বাংলা সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার সকালে পুলওয়ামার হাকরিপোরা-কাকাপোরা এলাকায় কাশ্মিরি বিদ্রোহীরা অবস্থান করছে বলে জানতে পেরে অভিযান চালায় ভারতীয় সেনারা। অভিযানে পুলওয়ামায় দুজন কাশ্মিরি নিহত হন। এসময় পুলিশ, সিআরপিএফ এবং সেনাদের যৌথ বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে।

এদিকে সোমবার দক্ষিণ কাশ্মিরের শোপিয়ানের জাইনাপোরার মেলহুরায় ভারতীয় যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে দুই কাশ্মিরি যুবক নিহত হয়েছেন। তবে নিহতরা প্রকৃত পক্ষে কোন ধরণের সন্ত্রাসী সংগঠনের সদস্য তা জানাতে পারেনি ভারতীয় যৌথ বাহিনী।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।