কোটচাঁদপুরে ভয়াবহ অগ্নিকান্ড ৬ টি দোকান পু্ঁড়ে ভীষ্মভূত
logo
ঢাকা, মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ভয়াবহ অগ্নিকান্ড ৬ টি দোকান পু্ঁড়ে ভীষ্মভূত

আব্বাস আলী | ঝিনাইদহ জেলা প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২১ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

কোটচাঁদপুরের মেইন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ টি দোকান পু্ঁড়ে ভীষ্মভূত হয়ে যায় এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্ত দোকানিরা পড়েছে চরম বিপাকে। কোটচাঁদপুরের পায়রা চত্বর সংলগ্ন দুুধসারা রোড এলাকায় গতকাল রোববার (১৮ এপ্রিল) রাত ৯ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ব্যবসায়ীরা প্রতিদিনের ন্যায় কঠোর এ লকডাউনে দোকান-পাট বন্ধ করে বাড়ি চলে যায়। হঠাৎ দোকান ঘরে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে চারদিকে এতে করে ৬ টি দোকান ঘর পুড়ে ছাই হয় যায় । আগুনের লেলিহান শেখা দেখে চিৎকার করলে এলাকাবাসী আগুন নেভাতে ছুটে আসে। তখন বাতাসের গতি তীব্র থাকায় আগুনের শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। বাজারের ৬টি দোকানঘর পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

এলাকাবাসী জানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেগেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।