খালেদা জিয়াকে মেডিকেল কিলিংয়ের চক্রান্ত করছে সরকার : মনা
logo
ঢাকা, বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে মেডিকেল কিলিংয়ের চক্রান্ত করছে সরকার : মনা

অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেছেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মেডিকেল কিলিংয়ের আয়োজন করেছে। একজন সাবেক সফল প্রধানমন্ত্রী ও সিনিয়র সিটিজেন হিসেবে গুরুতর অসুস্থ খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসা পাওয়ার দাবিদার। কিন্ত আইনের দোহাই দিয়ে সরকার টালবাহানা করছে। তিনি বলেন, সরকার পতনের ঘন্টাধ্বনি বাজছে টের পেয়ে তারা বেসামাল হয়ে উঠেছে। রাজনৈতিক সংগঠনের পাশাপাশি পেশাজীবীরাও আজ রাজপথে। ছাত্রশক্তি ও পেশাজীবী সমাজ যখন রাজপথের আন্দোলনে নেমে আসে, তখন অবৈধ শাসকের মসনদ ভেঙ্গে ধ্বসে পড়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নিশিরাতের সরকারের পতন নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান নিতে পেশাজীবীদের প্রতি আহবান জানান তিনি।

সংকট মূহুর্তে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আজ রবিবার (১৫ অক্টোবর) বিকেলে খুলনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ড্যাব খুমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. সেখ মোঃ আখতার উজ জামান। সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন ড্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাহজাহান।

বিকেল সোয়া ৩টায় শুরু হয়ে ঘন্টাব্যাপি চলা এই মানববন্ধনে অ্যাপ্রোন পরিহিত অবস্থায় খুলনার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকরা অংশ নেন।

এসময় সংহতি প্রকাশ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, নগরের যুগ্ম-আহবায়ক কাজী মাহমুদ আলী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খন্দকার হাসিনুল ইসলাম নিক, কাজী মিজানুর রহমান, শেখ ইমাম হোসেন, কাজী নেহিবুল হাসান, আব্দুল আজিজ সুমন ও মোঃ তাজিম বিশ্বাস। পেশাজীবী সংগঠনের অ্যাডভোকেট মাহফিজুর রহমান মফিজ, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, সাংবাদিক এহতেশামুল হক শাওন ও আশরাফুল ইসলাম নূর, শিক্ষাবীদ মোঃ খালিদ হোসেন।

চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডাঃ মফিজুর রহমান, ডাঃ বি জামান, ডাঃ তাজ, ডা. মোস্তফা, ডাঃ হাসিব, ডাঃ হাসান, ডাঃ উত্তম, ডাঃ জসীম, ডাঃ হানিফ, ডাঃ আরিফ ও ডাঃ জুয়েল প্রমুখ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।