খালেদা জিয়ার সাজা ৬ মাস স্থগিত করে প্রজ্ঞাপন
logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সাজা ৬ মাস স্থগিত করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৪, ২০২২ ৭:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী তাঁর সাজা স্থগিত থাকবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বুধবার এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত ১৬ মার্চ সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানোর পক্ষে মত দেয় আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় খালেদার মুক্তির মেয়াদ বাড়িয়ে আজ প্রজ্ঞাপন জারি করল।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া।

দেশে করোনা মহামারি দেখা দিলে ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে এ পর্যন্ত কয়েক দফায় এ মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।