খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা ৯ নভেম্বর
logo
ঢাকা, সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা ৯ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৩ ৮:০১ পূর্বাহ্ণ
Link Copied!

রাজনৈতিক সফরে আগামী ৯ নভেম্বর খুলনা আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ৯ নভেম্বর খুলনার সার্কিট হাইজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন খুলনা-মোংলা রেল লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে জনসভার সময় সূচি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ১৬ অক্টোবর খুলনায় আসার পর বৈঠক করে জানানো হবে।

খুলনা মহানগর আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল বলেন, প্রধানমন্ত্রীর আগমনের খবরে উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অভূতপূর্ণ উন্নয়ন করেছেন। যে কারণে খুলনার এ জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছি।

এর আগে ব্যক্তিগত সফরে চলতি বছরের ৬ জানুয়ারি খুলনা সফরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিঘলিয়ার নগরঘাট এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩ মার্চ জনসভায় যোগ দিতে খুলনায় এসেছিলেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।