খুলনায় গলায় আমলকি আটকে দুই বছরের শিশুর মৃত্যু
logo
ঢাকা, মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় গলায় আমলকি আটকে দুই বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
নভেম্বর ৯, ২০২০ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনার দিঘলিয়ায় গলায় আমলকি আটকে আফিফ হাসান মাহিন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মৃত আফিফ হাসান মাহিন সাতক্ষীরার দেবহাটা উপজেলার রত্না আক্তারের ছেলে। চাকরি সূত্রে তারা খুলনার দিঘলিয়া এয়াকায় বসবার করতেন।

পরিবার জানায়, বিকেলে আফিফ বাড়িতেই খেলছিল। ওই সময় সে একটি আমলকি খায়। এক পর্যায়ে আমলকিটি গলায় আটকে শিশুটি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক গলা থেকে আমলকিটি বের করেন। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। খুমেকে নেয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।

দিঘলিয়া থানার ওসি আহসান উল্লাহ চৌধুরী ঘটনার সত্যত্য নিশ্চিত করেছেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।