খুলনায় গ্রিন বেল্টে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বৃক্ষরোপন
logo
ঢাকা, শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় গ্রিন বেল্টে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বৃক্ষরোপন

তুহিন হোসেন সাফিন | খুলনা (সদর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২০ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনাঃ খুলনা জেলা প্রশাসনের উদ্যোগ গ্রিন বেল্ট ফেইজ ২ প্রকল্পের আওতায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বৃক্ষরোপন করেন।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত ‘গ্রিন বেল্ট ফেইজ-২’ প্রকল্পের আওতায় খুলনা জেলায় ১৯ লক্ষ ২০ হাজার বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে আজ ২৭শে সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি খুলনা সার্কিট হাউজ প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব শেখ ইউসুফ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা জনাব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেনসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত জেলা প্রশাসকবৃন্দ, খুলনা বিভাগের বিভিন্ন দপ্তরের ঊর্ধবতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশয়াসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এদিকে গতকাল রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়ের খুলনা সার্কিট হাউজে আগমন উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, খুলনা’র বিভাগীয় কমিশনার এবং খুলনা’র জেলা প্রশাসক ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। আজ সকালে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সম্মানে গার্ড অব অনার প্রদান করা হয়।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।