গণঅধিকার পরিষদ আজ এক বছর
logo
ঢাকা, শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদ আজ এক বছর

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২২ ৮:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

গণঅধিকার পরিষদ (জিওপি) আত্মপ্রকাশের এক বছর পূর্ণ হয়েছে আজ বুধবার (২৬ অক্টোবর)। গত বছর এই দিনে দলটি রাজধানীর পল্টনের প্রিতম-জামান টাওয়ারস্থ দলীয় কার্যালয় থেকে আত্মপ্রকাশ হয়েছিলো। আত্মপ্রকাশের সময়ই ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ -এ স্লোগানকে ধারণ করে গণমানুষের জন্য রাজনীতি করার ঘোষণা দিয়েছিলো ‘গণঅধিকার পরিষদ’। ‘গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয়স্বার্থ’ দলের মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছিল।

চার মূলনীতির সঙ্গে ঘোষণা করা হয় দলের ২১ দফা কর্মসূচিও। যেখানে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, স্বাধীন বিচারব্যবস্থা, গণমাধ্যমের  স্বাধীনতা, নাগরিকদের মৌলিক অধিকার ও সার্বজনীন মানবাধিকার সুরক্ষাসহ জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি, শিক্ষাকে যুগোপযোগী করাসহ বেকারত্ব নিরসনে কর্মমুখী শিক্ষা ও নতুন কর্মসংস্থান সৃষ্টি, কৃষির আধুনিকায়ন, সকলের জন্য স্বাস্থ্যবীমা নিশ্চিত করে আগামীর বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের কথা বলা হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে ১ বছরের মধ্যেই নানা কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আলোচিত ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নবীন এ দলটি। শুরুতেই স্বনামধন্য অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে দলের আহ্বায়ক হিসেবে যুক্ত করে আলোচনায় আসে দলটি। তখনই বিভিন্ন মহলে এই আলোচনা শুরু হয়েছিল যে, এ দলটি অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় ঘটাতে যাচ্ছে। এক বছরের মধ্যেই সারাদেশে সংগঠনটিতে অন্যান্য দলের রাজনীতিক থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, জনপ্রতিনিধি, সাবেক সেনা কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমন্বয় ঘটাতে সক্ষম হয়েছে।

এক বছরের মধ্যেই দলের সংগঠনিক কাঠামোতেও দৃশ্যমান অগ্রগতি সাধন করে দলটিকে তৃণমূলে পৌঁছে দিতে পেরেছে গণঅধিকার পরিষদ। এরই মধ্যে সুলিখিত গঠনতন্ত্র প্রণয়নের মাধ্যমে প্রতিষ্ঠানিক ব্যবস্থাকে সুসংহত করা হয়েছে। সেই সঙ্গে সারাদেশের ৪৪টি জেলা কমিটি ও ১৫০টির মতো উপজেলা কমিটি ঘোষণা করে সারাদেশে সংগঠন বিস্তৃত করেছে। নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের দেওয়া শর্তের চেয়েও বেশ অগ্রগতি সাধন করে এরই মধ্যে প্রত্যেক উপজেলায় ২০০ জনেরও বেশি ভোটারকে দলের প্রাথমিক সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করতে পেরেছে বলে জানা গেছে।

দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ অক্টোবর) দলীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যম ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ অক্টোবর বিকেল ৩টায় ঢাকায় আনন্দ র‌্যালি শোভাযাত্রার আয়োজন করবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।