logo
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২০
 1. অর্থনীতি-ব্যবসা
 2. আইন ও আদালত
 3. আন্তর্জাতিক
 4. আবহাওয়া
 5. করোনা
 6. ক্যাম্পাস
 7. ক্রয় বিক্রয়
 8. খেলা
 9. গ্রামবাংলা
 10. চাকরি চাই
 11. জাতীয়
 12. জীববৈচিত্র
 13. তথ্যপ্রযুক্তি
 14. ধর্ম
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বিদ্যুৎপৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
নভেম্বর ১৪, ২০২০ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ধোপাডাঙ্গা ইউনিয়নের রাজিবপুর গ্রামে বিদ্যুৎপৃষ্টে একই পরিবারের ৩ জন মারা গেছেন। এ ঘটনায় আরও একজন গুরত্ব আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজিবপুর গ্রামের বাড়ির পাশের পুকুরপাড়ে বাঁশের খুঁটির বিদ্যুতের তার ছিড়ে পুকুরে পড়ে ছিল। রেখা বেগম (৫০) পুকুরে পানি আনতে গেলে এসময় তিনি বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

এসময় ছেলে রাজাকুল ইসলাম (৩২), নাতী ৭ম শ্রেণির শিক্ষার্থী সুজন (১৪) রেখার স্বামী সৈয়দ আলী (৬০) রেখাকে বাঁচাতে গেলে ঘটনাস্থলে ছেলে রাজাকুল ইসলামও মারা যায়। গুরতর আহত অবস্থায় সৈয়দ আলী ও সুজনকে হাসপাতালে আনার পর নাতী সুজন মারা যায়। সৈয়দ আলী চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
%d bloggers like this: