মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ হারাল দুই বন্ধু
logo
ঢাকা, বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ হারাল দুই বন্ধু

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
নভেম্বর ২৬, ২০২০ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিহত হয়েছেন দুই বন্ধু। উপজেলার কাকরাইদ বাজারে ঘটনাস্থলে নিহত হন অমিত হাসান। আহত অমিতের বন্ধু শিমুলকে ঢাকায় নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও এক বন্ধু ও অটোভ্যান চালক ও এক যাত্রী আহত হয়েছেন।

মোটরসাইকেল আরোহী শিমুলের অপর বন্ধু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুুধবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কাকরাইদ বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। মধুপুর থানার ওসি তারিক কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহত অমিত হাসান কাকরাইদ আকালিয়াবাড়ির শাহজাহান আলীর ছেলে। শিমুল গোবুদিয়া গ্রামের শামসুল হকের ছেলে। শিমুল ছাত্রলীগ ও অমিত ছাত্রদলের কর্মী হলেও তারা একে অপরের বন্ধু। অপর বন্ধু ঝাটারবাইদ গ্রামের সোবাহানের ছেলে সোলায়মান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গোবুদিয়া গ্রামের ডিসলাইনের কর্মী মামুন জানান, তিন বন্ধু আরটিআর মোটরসাইকেল যোগে জলছত্র এলাকা থেকে কাকরাইদ আসার পথে বিপরীতগামী অটোরিকশার সাথে সংঘর্ষ বাঁধে। এতে আরোহী তিন বন্ধু মোটরসাইকেলসহ ছিটকে গিয়ে অনেক দূরে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোটরসাইকেল চালক অমিত হাসানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকি দুজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশংকাজন হওয়ায় রাত আড়াইটার দিকে শিমুলকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পর বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।