নতুন বছরে নতুন ছবিতে চমকে দিলেন বুবলি
logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন বছরে নতুন ছবিতে চমকে দিলেন বুবলি

বিনোদন ডেস্ক | দৈনিক বিবর্তন
জানুয়ারি ৩, ২০২১ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

অনেকদিন ধরেই আড়ালে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা বুবলি। তার এই লাপাত্তা হওয়া নিয়ে শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়েছিল নানা গুঞ্জন। কিন্তু নতুন বছরের দ্বিতীয় দিনেই সব গুঞ্জন উড়িয়ে দিয়ে নতুন রুপে ফিরে এসেছেন লাস্যময়ী এ তারকা।

তবে তার এই ফিরে আসা ক্যামেরার সামনে নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া বুবলী তার নতুন ছবি প্রকাশ করে জানান দিয়েছেন নিজের অবস্থান। ছবির ক্যাপশনে বুবলি লিখেছেন, ‘২০২১ সালের শুভেচ্ছা সবাইকে।’

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে শবনম বুবলী নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ওই ছবিতেই আলোড়ন পড়ে গেছে। ছবিতে বুবলিকে দেখা গেছে একদম নতুন রুপে। ছিমছাম পাতলা গড়নে বুবলিকে যেন চেনা ভার।

বুবলির এ ছবিটি এরই মধ্যে চমক সৃষ্টি করেছে ভক্তদের মধ্যে। নতুন বুবলিকে দেখতে আগের চেয়ে অনেক ফিট। বেড়েছে গ্ল্যামার।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।