চার ম্যাচে একটিও গোল হজম করেননি এই আর্জেন্টাইন গোলরক্ষক!
logo
ঢাকা, সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চার ম্যাচে একটিও গোল হজম করেননি এই আর্জেন্টাইন গোলরক্ষক!

স্পোর্টস ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২২ ৮:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ক্লাবের শতবর্ষের ইতিহাসে যা হয়নি, এবার সেটাই করে দেখাল স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। লা লিগায় চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে একটিও গোল হজম করেনি দলটি, ক্লাবের ইতিহাসে এই প্রথমবার লিগে চার ম্যাচ শেষেও অক্ষত তাদের গোলপোস্ট। আর এই কীর্তির কারিগর দলটির রক্ষণভাগের সঙ্গে ক্লাবের আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুয়ি।

লা লিগায় চলতি মৌসুমে প্রথম চার ম্যাচের ৩টিতে জয়ের মুখ দেখেছে সাবেক পিএসজি এবং আর্সেনাল কোচ উনাই এমেরির ভিয়ারিয়াল, অপর ম্যাচটি ড্র করেছে তারা। ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে দলটি। দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট সমান হলেও এক গোলের ব্যবধানে ভিয়ারিয়ালের চেয়ে এগিয়ে রয়েছে জাভির দল। আর চার ম্যাচের সবকটি জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা চার ম্যাচে গোল হজম করেছে ১টি এবং শীর্ষে থাকা রিয়াল ৪টি।

লা লিগায় এবার নিজেদের গোলপোস্টকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে ভিয়ারিয়াল। চার ম্যাচ শেষে লিগের একমাত্র দল হিসেবে এখনো কোনো গোল হজম করেনি তারা।

ভিয়ারিয়ালের এই কীর্তির মাঝে আলাদাভাবে নজর কাড়ছেন দলটির আর্জেন্টাইন গোলরক্ষক রুয়ি। এখন পর্যন্ত চার ম্যাচে ১৩টি সেভ করেছেন তিনি। চলতি মৌসুমে ৩৬০ মিনিট ‘রুয়ি-বাধা’ পেরিয়ে ভিয়ারিয়ালের জাল কাঁপাতে পারেনি কোনো দল।

রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়ে মৌসুম শুরু করে রুয়ির ভিয়ারিয়াল। এরপর ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদকেও ২-০ গোলে ধরাশায়ী করে এমেরির দল। লিগে তৃতীয় ম্যাচে গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র করলেও পরের ম্যাচে এলচেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

আর্জেন্টিনা জাতীয় দলে বেশ কয়েকবার সুযোগ পেলেও বেশিরভাগ সময় বেঞ্চ থেকেই ম্যাচ দেখতে হয়েছে রুয়িকে। আর্জেন্টিনার ফিনালিসিমাজয়ী দলের অংশ ছিলেন তিনি। দেশের হয়ে এখন পর্যন্ত মাত্র ৩ বার মাঠে নামার সুযোগ পেয়েছেন ৩০ বছর বয়সী এই আর্জেন্টাইন গোলরক্ষক।

ক্লাব পর্যায়ে রুয়ির শুরুটা হয়েছিল আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়ান্তেসের হয়ে। পরবর্তীতে লা লিগা ক্লাব রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলতে স্পেনে পাড়ি জমান তিনি। ২০২০-২১ মৌসুমে বর্তমান ভিয়ারিয়ালে যোগ দেন এই গোলরক্ষক।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।