ময়মনসিংহে মোবাইল ফোন চুরির অপবাদে হত্যা
logo
ঢাকা, মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে মোবাইল ফোন চুরির অপবাদে হত্যা

স্টাফ রিপোর্টার | দৈনিক বিবর্তন
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোবাইল ফোন চুরির অপবাদে বিল্লাল হোসেন (২৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে আমিরাবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয়রা জানায়, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে ধর্মীয় মাহফিল শুনতে যায় বিল্লাল হোসেন। মাহফিল থেকে ফেরার পথে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এদিকে নিহতের বাবা আবুল কাশেম জানান, পনের দিন আগে আব্দুল কাদের মুন্সির ছেলে রোমানের মোবাইল ফোন চুরি হয়। ওই ঘটনার জের ধরে রোমান, ফরিদ, সাদিকুল, নাজমূল তাকে পিটিয়ে হত্যা করেছে। এসময় তিনি ছেলের হত্যার বিচার দাবি করেন।

ত্রিশাল থানা ওসি মাহমুদুল ইসলাম বলেন, মৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে থানায় চুরি, মাদক, নারী নির্যাতনের মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।