জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের বিশেষ স্মারক প্রকাশনা ‘চেতনায় অম্লান তুমি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) বিকালে ডিসি পর্যটন পার্কে প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
এসময় উপস্থিত, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, জেলা স্বেচ্ছাসেবক লীগের নজমুল হুদা শাহ এ্যাপোলো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।
জেলা প্রশাসনের বিশেষ স্মারক প্রকাশনা ‘চেতনায় অম্লান তুমি’ গ্রন্থে ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর আগমন,তাঁর জীবনী, মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ের ঠাকুরগাঁওয়ের বিভিন্ন দিকসহ অনেক কিছু তুলে ধরা হয়েছে।
ভিডিও : https://youtu.be/HgKW4bxwbDo
স্মারক প্রকাশনার ‘চেতনায় অম্লান তুমি’ গ্রন্থে স্থানীয়দের বিভিন্ন লেখা স্থান পেয়েছে। মোড়ক উন্মোচন শেষে, সেই লেখকদের মাঝে বই বিতরণ করা হয়।