ঝিনাইদহ জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল
logo
ঢাকা, শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

আব্বাস আলী | ঝিনাইদহ জেলা প্রতিনিধি
মার্চ ২৩, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনন্দ র‌্যালী করেছে ছাত্রলীগ। আজ (২৩শে মার্চ) বিকালে জেলা ছাত্রলীগের আয়োজনে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, জাতির জনকের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অনুষ্ঠান পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। সেই সাথে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে দেশে আসা বিশ্বনেতাদের প্রতি শুভেচ্ছা জানান।জেলা ছাত্র লীগের এ আনন্দ মিছিলটি বিকেলে ঝিনাইদহ যেন একটি উৎসব মূখর শহরে পরিনত হয়। শহরবাসী এ আনন্দ মিছিলটি উপভোগ করেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।