জমি নিয়ে বিরোধ: ভাতিজাকে কুপিয়ে হত্যার চেষ্টা
logo
ঢাকা, মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধ: ভাতিজাকে কুপিয়ে হত্যার চেষ্টা

তালতলী (বরগুনা) প্রতিনিধি
জুন ২, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে জমি নিয়ে বিরোধের জেরে ইউনুচ (৪২) কে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে তার চাচা ইমাম হোসেন চাচী লাইলী বেগম ও চাচাতো ভাই রাহুল ও খাইরুল। এমনই অভিযোগ করেছেন আহতর পরিবার।

শুক্রবার (২জুন)সকাল ৮ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়ের নিদ্রার চর গ্রামে এ ঘটনাঘটে।

অভিযোগ সূত্রে জানাগেছে, নিজের পৈতৃক জমিতে মাটিকাটতে ছিলেন ইউনুচ আলী হাং এ সময় তার চাচা ইমাম হোসেন, চাচী লাইলি বেগম, চাচাতো ভাই রাহুল ও খাইরুল ইসলাম বাঁধা দেন। এক পর্যায়ে  তাদের সাথে কথার কাটাকাটি হয় চাচা ইমাম হোসেনের হাতে থাকা দা দিয়ে মাথায় কোপ দিলে মাটিতে লুটিয়ে পড়ে ইউনুস। রাহুল ও খাইরুল ইট দিয়ে শরীরে  বিভিন্ন স্থানে আঘাত করে। আর চাচী লাইলি বেগম গোপনাঙ্গের বিচি চেপে ধরে। এ সময় ইউনুচ জ্ঞান হারিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে আসে।

তবে অভিযোগ অস্বীকার করে ইমাম হোসেন বলেন, ইউনুচ  আমাদের উপর হামলা চালিয়েছে। আমার পরিবারের লোকজনকে নিয়ে বর্তমান বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।