খাবার কিনে দেয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ, জামালপুরে যুবক গ্রেপ্তার
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

খাবার কিনে দেয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ, জামালপুরে যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | দৈনিক বিবর্তন
জানুয়ারি ১৪, ২০২১ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরে ২০ টাকা দিয়ে খাবার কিনে দেয়ার প্রলোভনে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত ফরহাদ আলী নামে এক গার্মেন্টকর্মীকে আটক করেছে পুলিশ। তিনি জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বন্ধচিতলিয়া গ্রামের আবদুল হামিদের ছেলে।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুর আড়ইটার দিকে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বন্ধচিতলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ভিকটিম শিশুকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিকটিম শিশুর ভাবি গণমাধ্যমকে জানান, দুপুরে প্রতিবেশি ফরহাদ আলী বিশ টাকা দিয়ে খাবার কিনে দেয়ার কথা বলে ওই শিশুকে বাড়ি থেকে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে সেখানকার একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় ওই শিশু বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ধর্ষণের বিষয়টি জানায়।

এই ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ধর্ষক ফরহাদ আলী বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় শিশুটির পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।