জ্যাকলিনের পরিবারও নিয়েছে কোটি রুপি, নোরা পেয়েছে দামি উপহার
logo
ঢাকা, বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জ্যাকলিনের পরিবারও নিয়েছে কোটি রুপি, নোরা পেয়েছে দামি উপহার

বিনোদন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

দ্য ফেডেরাল অ্যাজেন্সির দাবির কথা উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জ্যাকলিন ভালোভাবেই জানতেন সুকেশ কী ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত। দিল্লি পুলিশ সুকেশকে গ্রেপ্তারের আগ পর্যন্ত ক্রমাগত উপহার ও অর্থ নিয়েছেন জ্যাকলিন।

আর্থিক প্রতারণা মামলায় ভালোই ফেঁসেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। অভিনেত্রীর নামে চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । সেখানে দেখানো হয়েছে সুকেশের কাছ থেকে সুবিধা নিয়েছে অভিনেত্রীর পরিবারও।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, জ্যাকলিনের অনুরোধে সুকেশ ১, ৭২, ৯১৩ ডলার পাঠিয়েছিল অভিনেত্রীর বোন জেরাডলাইন জে ওয়াকারের অ্যাকাউন্টে।

অস্ট্রেলিয়ায় থাকা জ্যাকলিনের ভাইকে পাঠানো হয়েছে ২৬, ৪৭০ অস্ট্রেলিয়ান ডলার। বাহরাইনে থাকা জ্যাকলিনের মা-বাবাকে পোরশে ও মাসেরাটি ব্র্যান্ডের দুটি বিলাসবহুল গাড়ি কিনে দিয়েছেন সুকেশ। আর উপহার তো নিয়েছেনই।

দ্য ফেডেরাল অ্যাজেন্সির দাবির কথা উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জ্যাকলিন ভালোভাবেই জানতেন সুকেশ কী ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত। দিল্লি পুলিশ সুকেশকে গ্রেপ্তারের আগ পর্যন্ত ক্রমাগত উপহার ও অর্থ নিয়েছেন জ্যাকলিন।

ইডি আরও জানিয়েছে, সুকেশের কাছ থেকে জ্যাকলিন ও তার পরিবার কী কী উপহার নিয়েছে তা পরিবর্তন করে চলেছেন অভিনেত্রী, নিজের ফোন থেকে সব তথ্যও মুছে ফেলেছেন।

অন্যদিকে, বৃহস্পতিবার বলিউড নৃত্যশিল্পী নোরাকে ছয় ঘণ্টা জেরা করেছে দিল্লি পুলিশের আর্থিক তছরুপ শাখা। নোরাকে এর আগে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জ্যাকলিনের সঙ্গে সরাসরি কোনো যোগসূত্র নেই নোরার। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নোরাকে বেশ কিছু দামি উপহার দিয়েছিলেন সুকেশ।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।