ঝিনাইদহে অগ্নিকান্ডে তারেকের দোকান ঘর পুড়ে ছাই
logo
ঢাকা, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে অগ্নিকান্ডে তারেকের দোকান ঘর পুড়ে ছাই

আব্বাস আলী | ঝিনাইদহ জেলা প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের আস-সুন্নাহ ট্রাষ্ট সংলগ্ন বাস টার্মিনালের পাশে গভীর রাতের অগ্নিকান্ডে ১টি দোকান ঘর পুড়ে ছাই হয়েছে। পুড়েছে দোকানে রাখা প্রায় ২/৩ লক্ষ টাকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য।

ঘটনাটি আজ বৃহস্পতিবার মধ্যরতের শেষদিকে ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সাজেদুর রহিম গোলাপ আমাকে জানিয়েছেন । খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। চুলার গ্যাস আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা যায়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সুত্রমতে, রাত ১২টার দিকে তারা সংবাদ পান অগ্নিকান্ডের। ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। তারা ঘটনাস্থলে পৌছার আগেই দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ঝিনাইদহ ফায়ার সার্ভিস জানান। আগুনে দোকান ঘরের লক্ষধিক টাকার ক্ষতির কথা ফায়ার সার্ভিস জানালেও ক্ষতিগ্রস্থ তারেক বলেন এ অগ্নিকান্ডে তার দুই/তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তারা মাথা গোজার ঠাই পর্যন্ত হারিয়েছেন বলে জানান।

পবিত্র রমজানের সময় আপনাদের সাহায্যের হাত প্রসারিত করতে পারেন। যাকাতের দান এখানে দিতে পারেন।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।