ঝিনাইদহে দোকান খুলে দেওয়ার দাবীতে সংবাদ সম্মেলন
logo
ঢাকা, মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে দোকান খুলে দেওয়ার দাবীতে সংবাদ সম্মেলন

আব্বাস আলী, ঝিনাইদহ
আগস্ট ৫, ২০২১ ৮:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতি আগামী ১০ তারিখ থেকে দোকান পাট খুলে দেওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছে। আজ বুধবার ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে বেলা ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১০ তারিখ থেকে দোকান পাট খুলে দেওয়ার দাবীতে ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির পক্ষ থেকে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে বুধবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ জানান করোনায় কর্মহীন হয়ে পড়া ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকদের এক মাসের দোকান ভাড়া মওকুফ, কর্মচারীদের জন্য সরকারি  প্রণোদনা ও  আগামী ১০ আগস্টের পর স্বাস্থ্যবিধি মেনে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখার দাবী জানান।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।