ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর উনিয়ন ও গ্রামের মোঃ মশিউর রহমানের মেয়ে হালিমা খাতুন (১৬) বিষ পানে আত্বহত্যা করেছে। হালিমা পার্শ্ববর্তী মান্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী।
পারিবারিক সুত্রে দাবি করেছে, গতকাল বৃহস্পতিবার হালিমা খাতুন মা ও বোনের সাথে অভিমান করে। সে অভিমানের এক পর্যায়ে সন্ধাই বাড়িতে থাকা ঘাশ দমন কীটনাশক পান করে। পরিবারের লোকজন বুঝতে পেরে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার বিষ তুলতে সক্ষম হয়। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন।
হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছে যে, এম্বুল্যান্স এসে রোগীকে গাড়িতে উঠানোর পূর্বে তার মৃত্যু হয়।
দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।