ঝিনাইদহে সাপের দংশনে কলেজ দফতরির মৃত্যু
logo
ঢাকা, সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে সাপের দংশনে কলেজ দফতরির মৃত্যু

আব্বাস আলী, ঝিনাইদহ
জুলাই ৮, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে সাপের দংশনে মান্দিয়া আইডিয়াল কলেজের দফতরি সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর হাসপসতালে তিনি মারা যায়। সাইফুল ইসলাম উপজেলার মান্দিয়া গ্রামের মৃত শরিফুল মালিথার ছেলে।

মান্দিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ রবজেল হোসেন জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে নিজ কক্ষে তাকে সাপে কামড় দেয়। পারিবারিক লোকজন গতকাল বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর হাসপসতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যায়।

পারিবারিক সুত্র বিলছ, পরিবারের লোকজন প্রাথমিক চিকিৎসা দেন। পরে কুষ্টিয়া সদর হাসপসতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে তিনি মারা যান।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।